বিবরণ: |
পদের নাম: হেল্পার। |
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এস.এস.সি পাশ। |
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নাই। |
বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর (অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। |
|
করণীয়: |
১. সি,ভি, অবশ্যই বিজ্ঞপ্তিতে দেয়া নির্ধারিত কিউ. আর. কোড / লিংক ব্যবহার করে পাঠাতে হবে এবং এর মাধ্যমে প্রাপ্ত সি,ভি, থেকে স্বাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোন প্রকার সুপারিশের মাধ্যমে, অথবা হাতে হাতে সি,ভি, গ্রহণ করা হবে না।যেহেতু সি,ভি, গ্রহণের জন্য কোন সি,ভি, বক্স সংরক্ষিত থাকবে না, তাই প্রার্থীদের কোম্পানি / বেপজা গেট তথা ই. পি. জেড. এর ভেতরে স্বশরীরে না আসার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে । |
২. আবেদনের শেষ সময়ঃ ০৫ মে ২০২৫ তারিখ। |
৩. সি,ভি,-তে অবশ্যই নিজের মোবাইল নাম্বার, স্থায়ী এবং বর্তমান ঠিকানা পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। নিজের মোবাইল নাম্বার ছাড়া অন্যকারো মোবাইল নাম্বার, তথ্য বা কাগজপত্র প্রদান করলে তা বাতিল বলে গণ্য হবে। |
৪. সি,ভি,-তে প্রদত্ত কাগজসমূহে একাধিক জন্ম তারিখ, প্রার্থী ও প্রার্থীর পিতা-মাতার নামে অমিল / ভুল উল্লেখ থাকলে সেই সি,ভি,বাতিল করা হবে। |
৫. একজন ব্যক্তির সি,ভি, একাধিকবার পাওয়া গেলে বা একাধিক সি,ভি, তে একই ব্যক্তির মোবাইল নাম্বার পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে। |
৬. ১৮ বছরের কম বয়সী কোন ব্যক্তির সি,ভি, প্রদান করা হলে তা বাতিল করা হবে। |
৭. সি.ভি’র সাথে অবশ্যই নিন্মলিখিত কাগজপত্র জমা দিতে হবে এবং স্বাক্ষাৎকারের সময় মূল কপি দেখাতে হবে: |
(ক) ভোটার আই ডি / ন্যাশনাল আই ডি কার্ড এর ফটোকপি (স্মার্ট কার্ড না থাকলে অবশ্যই টোকেন / নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://ecs.gov.bd/ থেকে অনলাইন কপি জমা দিতে হবে)। |
(খ) জন্ম নিবন্ধন (ডিজিটাল) সনদ এর ফটোকপি। |
(গ) শিক্ষাগত যোগ্যতার সনদ (সার্টিফিকেট, এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড) এর ফটোকপি। |
(ঘ) চেয়ারম্যান সনদের ফটোকপি। |
(ঙ) ৪ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি। |
(চ) পূর্ণ জীবন বৃত্তান্ত। |
৮. ০১৭৮৭৬৭০৩৪৬ এবং ০১৭৮৭৬৭০৩৪৭ নাম্বার থেকে স্বাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং স্বাক্ষাৎকারে উর্ত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ প্রদান করা হবে। উল্লেখিত নাম্বার ব্যতিত অন্য কোন নাম্বার থেকে কল করা হবেনা, সুতরাং কেউ প্রতারিত হবেন না। |
৯. কোম্পানী থেকে ইতিপূর্বে বরখাস্তকৃত কর্মীদের সি,ভি, গ্রহণযোগ্য হবে না। সুতরাং, বরখাস্তকৃতদের সি,ভি, প্রদান করা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হচ্ছে । |
১০. সকল চাকুরীপ্রার্থীকে অবশ্যই নিয়োগ প্রক্রিয়ায় (সিভি যাচাই, শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষা)-তে উত্তীর্ণ হতে হবে। অকৃতকার্য প্রার্থীর ক্ষেত্রে কোন প্রকার তদবির/ সুপারিশ গ্রহণযোগ্য হবে না। |
১১. চাকুরীর ব্যাপারে কোন প্রকার আর্থিক লেনদেন করা নিষিদ্ধ। চাকুরিতে যোগদানের পূর্বে অথবা পরে যদি কোন প্রকার আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়, সংশ্লিষ্ট ব্যক্তি এবং অর্থ প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
|
বি:দ্র: নিয়োগ সংক্রান্ত যেকোনো প্রকার সিদ্ধান্ত বহাল বা পরিবর্তন করার ক্ষমতা কতৃপক্ষের কাছে সংরক্ষিত। |
আমি উপরোক্ত সকল তথ্য পড়েছি এবং সকল নিয়মনীতি অনুসরণ করে স্বজ্ঞানে আবেদন করছি। আমার প্রদান প্রদানকৃত তথ্য সম্পূর্ণরূপে সঠিক ও দেশের প্রচলিত আইনসিদ্ধ। |